৳ ৫৬০ ৳ ৪২০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
আব্দুল খালেক মন্টু একজন মুক্তিযােদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে স্বীয় অভিজ্ঞতা, অনুভূতি, বিচার-বিশ্লেষণ ও মূল্যায়ন তুলে ধরেছেন মুক্তিযােদ্ধার কর্ঠে শুনি মুক্তিযুদ্ধের গল্প শীর্ষক গ্রন্থটিতে। লেখকের মুক্তিযুদ্ধে যােগদান, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে অস্ত্রধারণের মতাে বাস্তব অভিজ্ঞতা এ বইয়ে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয়েছে। গ্রন্থটিতে ঠাই পেয়েছে লেখকের নানা সময়ে লেখা বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ। লেখাগুলাে নানা সময়ে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকা ও সমায়িকীতে ইতঃপূর্বে প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধের শুরুতেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এক তরুণের অস্ত্রধারণ এবং জীবন বাজি রেখে সম্মুখযুদ্ধে পাকিস্তানি শত্রুসেনার মােকাবেলার মতাে বিষয়গুলাে পড়তে পড়তে পাঠক যেন ফিরে যাবেন ১৯৭১ সালের সেই রক্তান্ত ও বিভীষিকাময় দিনগুলােতে। এই বই পাঠে নতুন প্রজন্ম জানতে পারবে একজন মুক্তিযােদ্ধার জবানিতে মুক্তিযুদ্ধের ইতিহাস। একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং পরবর্তী সময়ে দেশের রাজনীতির গতিপ্রকৃতি ও জাতীয় বিপর্যয়ের কারণসমূহের বিশ্লেষণও রয়েছে এ গ্রন্থে।
Title | : | মুক্তিযোদ্ধার কণ্ঠে শুনি মুক্তিযুদ্ধের গল্প |
Author | : | আব্দুল খালেক মন্টু |
Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
ISBN | : | 9789846345124 |
Edition | : | 2022 |
Number of Pages | : | 303 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আব্দুল খালেক মন্টু জন্ম ১৯৫১ সালের ২৪ জানুয়ারি। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঝাপড়া রামনাথ গ্রামে। পিতা সোহরাব আলী সরকার, মাতা জীবন নেছা। ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের শুরু। ধানঘড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৭ সালে এসএসসি, বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৬৯ সালে এইচএসসি, পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৬৯-৭০ সালে বাংলায় স্নাতক সম্পন্ন করেন। দেশ স্বাধীন হওয়ার পর বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি সক্রিয়ভাবে যুক্ত হন ছাত্ররাজনীতিতে। ১৯৭০-৭২ সালে রায়গঞ্জ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অংশগ্রহণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। ভারত থেকে প্রথম ব্যাচে ট্রেনিং গ্রহণ করে রণাঙ্গনের সম্মুখযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এছাড়া, তিনি ‘সৃজনী সাংস্কৃতিক গোষ্ঠী'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। আব্দুল খালেক মন্টু উত্তরবঙ্গের সর্বাধিক প্রচারিত দৈনিক করতোয়া ও দৈনিক দুর্জয় বাংলা পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি প্রবন্ধ নিয়ে ২০১৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই প্রত্যাশিত স্বাধীনতা। পরবর্তীতে, তাঁর লেখা মানবতার জয়-পরাজয় ও মুক্তিযোদ্ধার কণ্ঠে শুনি মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থদ্বয় প্রকাশিত হয় যথাক্রমে ২০১৫ ও ২০২২ সালে । সত্য ও সুন্দরের পথে যত বাধা তাঁর প্রকাশিত চতুর্থ বই। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মাওলানা তর্কবাগীশ গুণিজন পদক, ২০১০ লাভ করেন। নাছিমা বেগম ও আব্দুল খালেক মন্টু দম্পতি চার পুত্র ও এক কন্যার গর্বিত পিতা-মাতা।
If you found any incorrect information please report us